শাহারুখ আহমেদঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের বিরুদ্ধে মহিলা গ্রাম পুলিশ পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সকালে ভূক্তভোগী শাহনাজ বেগম নামের ওই নারী গ্রাম পুলিশ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁ থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানকে এ অভিযোগের অনুলিপি দিয়েছেন। এর আগে গত বুধবার বিকেলে চেয়ারম্যান তাকে ডেকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেন।
ভূক্তভোগী শাহনাজ বেগম নামের ওই নারী গ্রাম পুলিশ অভিযোগে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের কর্মরত রয়েছেন। গত ১৫ নভেম্বর বুধবার বিকেলে নাসিমা আক্তার নামের অন্য এক নারী গ্রাম পুলিশ চেয়ারম্যানের কাছে মিথ্যা একটি অভিযোগ দেন। সেই অভিযোগের কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এক পর্যায়ে অপরাধের বিষয়ে জানতে চাইলে তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করে। পরে তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় তিনি সোমবার অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার জানান, দুজন মহিলা গ্রাম পুলিশ দীর্ঘদিন ধরে এ পরিষদে কর্মরত। তারা বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদে লিপ্ত হন। একজনের অভিযোগের প্রেক্ষিতে তাকে দু’একটা আঘাত করে শাসন করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান উল ইসলাম বলেন, নারী গ্রাম পুলিশকে পেটানোর ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।