নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনে-দুপুরে মোঃ কাউসার (২১) নামে এক রকেটকর্মীকে পিটিয়ে নগদ ৪ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ছিনিতাই করে নিয়ে গেছে, ছিনতাইকারী আলামিন (২৫) ও তার সাঙ্গ-পাঙ্গরা।
গত রোববার (১৭সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় গাজীর বালুরমাঠে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের আঘাতে আহত হয় রকেট কর্মী কাউসার। কাউসারের বাড়ী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বড় রায়পাড়া গ্রামে, বাবার নাম আঃ বারেক । তিনি রকেটের মার্কেটিং সহকারী হিসেবে সোনারগাঁয়ে কর্মরত আছেন। বালুয়াকান্দি, ভবেরচর, সাদিপুর ও পিরোজপুরসহ আশপাশের কয়েকটি বাজার ছিল তার কর্মরত এড়িয়া।
সোনারগাঁ ও গজারিয়া থানার রকেটের ডিস্ট্রিবিউটর মোঃ জসিম উদ্দিন জানান, তাদের মার্কেটিং সহকারী মোঃ কাউসার মোটরসাইকেল যোগে পিরোজপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে আগে থেকেই ওতপেতে থাকা ছিনতাইকারী আলামিন সহ অজ্ঞাত নামা ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে জোরপূর্বক টেনে হিচরে গাজীর বালুরমাঠ সংলগ্ন ভাঙ্গারীর দোকানের ভিতর নিয়ে সাটার বন্ধ করে টাকার ব্যাগ সহ সাথে থাকা ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নিয়ে নেয়। ছিনতাইকারী আলামিন, রকেটকর্মী কাউসারকে বলে যদি এই বিষয়ে কাউকে নালিশ করিস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। ছিনতাইকারী আলামিন ফুলবাড়িয়া গ্রামের মনা প্রধান {মনা কসাই} নামে পরিচিত তার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে তার বিরুদ্ধে চাদাবাজি, মারামারি সহ কয়েটি মামলা রয়েছে সোনারগাঁ থানায় কিছু মামলা এখনো আদালতে চলমান রয়েছে।
আহত কাউসার মোগরাপাড়া চৌরাস্তাস্থ রকেটের অফিসে এসে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ডিট্রিবিউটর সোনারগাঁ রাজিব কে পুরো ঘটনা খুলে বলেন। রাজিব কিছুক্ষন পর কাউসার কে সাথে নিয়ে সোনারগাঁ থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ করেন।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ বলেন, ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।