1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিপিজিএ ১ম স্টান্ডার্ড রেটিং স্কুল দাবা প্রতিযোগিতা শুরু: উদ্ধোধন করেন রানী হামিদ চট্টগ্রামে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অক্টোবর সেবা সপ্তাহ শুরু: গ্রাউন্ড র‌্যালির উদ্ধোধন রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হামলার প্রতিবাদে মানববন্ধন সাংবাদিক সুলতানের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ  বন্দরে ধামগড়ে কিশোরী রাইসা ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে রেলওয়ের ডুবা থেকে অজ্ঞাত বৃদ্ধা নারী মৃতদেহ উদ্ধার বন্দরে সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সাল কবির গ্রেপ্তার রূপগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা-গাউছিয়ায় অবৈধ দখলদারীদের যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান সোনারগাঁয়ে ৯টি ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ

সোনারগাঁয়ে জোরপূর্বকভাবে ড্রেজারের পাইপ ও বুষ্টার স্থাপন, গ্রামবাসীদের বিক্ষোভ, ইউএনওর কাছে অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার উত্তরষোল্লা পাড়া এলাকায় ড্রেজারের পাইপ ও বুষ্টার বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে ষোল্লাপাড়া গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ – মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ পৌরসভার ষোল্লাপাড়া গ্রামের বাসিন্দারা জানান, উত্তর ষোল্লাপাড়া এলাকায় ঘনবসতি এলাকা ও মসজিদের পাশে স্থানীয় প্রভাবশালী মজিবুর রহমান, মাসুদ, সুজন মিয়া, রাজু মিয়া, আলমগীর হোসেন ড্রেজারের পাইপ ও বুষ্টার স্থাপনের চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা বাঁধা দিলে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী গিয়ে গ্রামবাসীদের মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেন। এতে গ্রামবাসীরা বাঁধা দিয়েও আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় গ্রামবাসীরা একটি গনস্বাক্ষর দিয়ে গত রোববার উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরও সন্ত্রাসীরা আবারো বুষ্টার স্থাপনের চেষ্টা করলে গতকাল শুক্রবার দুপুরে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন।
গ্রামবাসী সুরাইয়া আক্তার ও জেরিন আক্তার বলেন, বসতবাড়ি এলাকায় ড্রেজারের বুষ্টার স্থাপন করলে বিকট শব্দে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত সৃষ্টি হবে এবং বয়স্ক ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়বেন এবং পাশেই মসজিদে মুসল্লিরা মনযোগ দিয়ে নামায পড়তে পারবেননা। তাদের দাবি ড্রেজারের বুষ্টারটি যেন অন্যত্র স্থাপন করা হয়।
ষোলপাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, তিনি পাচঁ বিঘা জমিতে পেয়ারা চাষ করেছেন। তার পেয়ারা বাগানের প্রায় অর্ধ শতাধিক পেয়ারা সহ গাছ কেটে জোরপূর্বকভাবে ড্রেজারের পাইপ বসিয়েছে প্রভাবশালীরা। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করেছে। এতে বাধা দেওয়ায় হামলা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মজিবুর রহমান জানান, একটি ড্রেজারের বুষ্টার বসানোর কথা শুনেছি। তবে এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com