1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
বুধবার, ৩১ মে ২০২৩, ০৬:০১ অপরাহ্ন

সোনারগাঁয়ে এশিয়া গ্রুপের হাত থেকে কবরস্থানের জায়গা উদ্ধারের দাবীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ এশিয়ান টেক্সটাইলের মালিক হারুন অর রশীদের হাত থেকে

কবরস্থানের জায়গা উদ্ধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের, পিরোজপুর এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। আজ (৪ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১টার দিকে এলাকাবসী এ বিক্ষোভ -মিছিল করেন।

এব্যাপারে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মোঃ তাজুল ইসলাম মেল্লার ছেলে সোয়েব মোল্লা বলেন,
ভূমি দস্যু এশিয়ান গ্রুপের মালিক হারুনের হাত থেকে কবরস্থান ও গরিব দূঃখী, অসহায় মানুষের যায়গা জমি আজ মঙ্গলবার (৪ অক্টোবর ) উদ্ধার করেছে এলাকাবাসী।

এই ভূমি দস্যু এশিয়ান গ্রুপের মালিক হারুনের হাত থেকে কবরস্থান ও গরিব দূঃখী, অসহায় মানুষের যায়গা জমি দখল মুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রীর বরাবর আবেদন করেছি।

তিনি আবেদনে উল্লেখ করেন
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নারায়নগঞ্জ জেলা কর্তৃক সোনারগাও থানার পিরোজপুর মৌজার নিম্নলিখিত জায়গায় ১৪৪ – ১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও ভূমি দস্যু হারুন অর রশিদ কর্তৃক এলাকার কবরস্থান ও জমি বাড়ী দখল এবং মিথ্যা চাঁদা বাজির মামলার হাত থেকে জান ও মাল রক্ষা করার জন্য প্রয়োজনীয় আদেশ দানের আবেদন।

জনাব, যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি সোয়েব মোল্লা, পিতা ঃ তাজুল ইসলাম মোল্লা, সাং-পিরোজপুর বড় নগর, থানাঃ সোনারগাঁও, জেলাঃ নারায়ণগঞ্জ। এই মর্মে অভিযোগ করিতেছি যে, এশিয়ান টিভি ও এশিয়ান টেক্সটাইল মিলস লিঃ এর মালিক মোঃ হারুন অর রশিদ, সাং ২৮ নং দিলকুশা (৫ম তলা) ৪০৪, ডাকঘর : জিপিও, থানাঃ মতিঝিল, ঢাকা ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের পৈত্তিক সম্পত্তি ও এলাকার কবরস্থানসহ ৬৪.৫০ ৩৫৬.২১ শতাংশ ভূমি সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার পরিবারকে হত্যার হুমকি ধামকি পুলিশের সহায়তায় অস্ত্রের মুখে জবর দখল করে নেয়। আমরা উপায়ান্ত না পেয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ আদালতে পিটিশন মামলা নং ৫৭৬/২২ দায়ের করিলে বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করে যাহাতে ২য় পক্ষ কোন নির্মাণ কাজ করতে না পারে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনারগাঁও থানার বরাবরে নির্দেশ প্রদান করেন। মোঃ হারুন অর রশিদ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের পৈত্তিক সম্পত্তি ও কবরস্থানসহ অবর দখল করে নেয় ( বিভিন্ন পত্র পত্রিকার কপি সংযুক্ত)। এমনকি গ্রামের লোকজন জমি দখলে বাঁধা দিলে মিথ্যা বানোয়াট চাঁদাবাজির অভিযোগ এনে প্রায় ৬০/৭০ জনের নামে ৩৮/৩৯১ মামলা রুজু করে। আমরা আজ সকালে এই ভূমিদস্যুর হাতে নিরাপদ নয়, সকলেই আজ জান মালের নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করিতেছি। এমতাবস্থায় উক্ত সন্ত্রাসী, ভূমিদস্যুর হাত থেকে আমাদের পৈত্তিক সম্পত্তি ও কবরস্থান উদ্ধার এবং জান মালের নিরাপত্তা প্রদানের জন্য বিশেষভাবে আবেদন জানাইতেছি।

অতএব, জনাবের নিকট আবেদন এই যে, আমাদের পৈত্তিক সম্পত্তি ও এলাকার কবরস্থান উদ্ধার এবং জান মালের নিরাপত্তা পাইতে পারি তাহার সু-ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় আদেশ দান করিয়া বাধিত করতে মর্জি হয়।

এদিকে এশিয়ান গ্রুপের মালিক হারুন অর রশীদের সঙ্গে মুঠো ফোনে কবরস্থানের জায়গাসহ এলাকার অসহায় মানুষের জমি জমা দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে আল্লাহ অনেক দিয়েছেন আমি কারো সম্পদ দখল করিনি। সোয়েব মোল্লাদের জায়গা যদি থাকে তাহলে তারা আমার সাথে বসুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এইরকম আরো খবর
শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে

পদের নাম: শিক্ষক

বর্ণনা:ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে ইংলিশ এবং গণিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
ইংলিশ শিক্ষক ইংলিশে অনার্স মাস্টার্স হতে হবে।
গণিত শিক্ষক গণিতে অনার্স মাস্টার্স হতে হবে।

ঠিকানা: উলিপুরা সোনারগাঁও, নারায়ণগঞ্জ

মোবাইল নাম্বার: 01988571098

© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com