নিজস্ব প্রতিবেদকঃ ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরিশিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সুস্থ দেহ, সুস্থ মন, চাই ক্রীড়া আর শরীর চর্চা অনুশীলন” এই স্লোগান কে সামনেরেখে
২৮ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টা থেকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ালীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন সোনারগাঁ উপজেলার নিবার্হী কর্মকর্তা তৌহিদ এলাহি।বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ালীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,দৈনিক প্রথম আলোর শ্রেষ্ঠ সাংবাদিক মনিরুজ্জামান মনির। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান , মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান, জাহিদ হাসান জিন্না।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার স্কুল, মাদ্রাসা কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক ক্রীড়াবিদ শীতকালীন খেলায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, মাদক সন্ত্রাস ইভটিজিং জঙ্গিবাদ থেকে নিজেদের সন্তান এবং নিজেদেরকে বাঁচিয়ে সুশিক্ষায় শিক্ষিত হও এবং লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে মনযোগী হতে হবে। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে নিজেকে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। মেয়েদের সর্বোচ্চ ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি না নেওয়া পর্যন্ত পড়ালেখা বন্ধ ও বিয়েতে রাজি না হওয়ার আহবান জানান।
তিনি আরো বলেন সোনারগাঁ উপজেলার প্রতিটা স্কুলে সততা স্টোর তৈরি করবো এবং মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের গড়ে তুলবো এবং স্কুলে মুক্তিযুদ্ধ কর্নার তৈরি করবো যেখান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা