নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সোনারগাঁ উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বাল্যবিয়ে প্রতিরোধ,উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার যানজট নিরসন,মাদক নির্মূলসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করনীয় বিষয় সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার(ওসি তদন্ত) সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম সামসু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়া,বৈদ্যোর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, সো সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রশিদ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সোনারগাঁ মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা, মেঘলা টিভির চেয়ারম্যান জহিরুল ইসলাম সিরাজ, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমীনের সোনারগাঁ প্রতিনিধি আবু বকর, পনির ভূঁইয়াসহ প্রশাসন ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা।