নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি নাকাটি ভাঙ্গা গ্রামে জমির উপর দিয়ে ড্রেজারের বালুর পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য মারামরির করার অভিযোগ উঠেছে ।
জানা যায়,গত ২২শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উলুকান্দি মামরকপুর এলাকার আওলাদ মিয়া (৩২)তার এলাকায় জমিতে বালু ভরাট এর জন্য ড্রেজারের পাইপ বসিয়েছেন আমান সিমেন্ট কোম্পানির পাশে নাকাটি ভাঙ্গা গ্রামে। সেখানে জমির উপর ড্রেজারের পাইপ বসিয়েছেন বলে ঐ গ্রামের মোঃ জহিরুল ইসলাম পিতা মৃত্যু আব্দুর রহিম মিয়ার ছেলে প্রায় ৫লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এই চাঁদা না দিলে তাদের জমিতে ড্রেজারের পাইপ বসাইতে দিবে না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ৷ জহিরুল ইসলামের নেতৃত্বে, মৃত আবু তালাব মেম্বারের ছেলে মোঃ আওলাদ ও মোঃ আরমানের ড্রেজারের ৬ইঞ্চি বেশ কিছু পাইপ ভাংচুর করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে আওলাদগংয়ের শ্রমিকরা প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করে ।এতে দুই পক্ষেরই মারামারি হয়।
এ ঘটনায় উভয় পক্ষ সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।