নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মল্লিকপাড়া গ্রামে অবস্থিত হাই কেয়ার কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ ডিসেম্বর দুপুরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কবিবন্ধু রহমান মুজিবের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি শাহেদ কায়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি শংকর প্রকাশ, আবদুল মতিন, মহিউদ্দিন মেম্বার।
প্রধান শিক্ষক কবি রহমান মুজিব বলেন,২০০৯ সাল হতে ২০১৯ পর্যন্ত এ বিদ্যাপীঠ হতে মোট ৩১ জন বৃত্তি লাভ করে। আগামী বৎসর আরো ভাল ভাবে এ বিদ্যালয়ের শিক্ষাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।পরিশেষে মোনাজাতের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।