নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পৌর এলাকার খাসনগর দিঘি থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করছে সোনারগাঁ থানা-পুলিশ। পরিবারের দাবি তাকে ডেকে নিয়ে হত্যা করেছে মাদকসেবীরা। বৃহস্পতিবার (৪ই আগস্ট) সকালে ঐতিহাসিক খাসনগর দিঘির উত্তর পাড়ে পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরসভার খাসনগর দিঘিরপাড় গ্রামের দিঘির উত্তরপাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঐ যুবকের নাম গোলাম রাব্বানী। খাসনগর দিঘির উত্তর পাড়ে রতন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
রাব্বানীর স্ত্রী আঁখি নুর জানান, তারা প্রায় তিন বছর ধরে রতন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামী দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে মাদক সেবন করতেন। মঙ্গলবার রাতে পিয়াল নামে একজন তাকে ফোনে ডেকে নিয়ে যায়। তিনি জানান, পিয়াল ও তার আরও ৫ জন সহযোগী মিলে আমার স্বামীকে হত্যা করেছে।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, খাসনগর দিঘিরপাড় এলাকার দিঘি থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।