নিজস্ব প্রতিবেদক
গত ২০ শে জানুয়ারি রোজ রবিবার সকাল ১১ টার সময় সোনারগাঁও উপজেলা ভূমি অফিসে শুনানি হওয়ার সময় জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাদী বিবাদী উভয়পক্ষ উপস্থিতে সেখানে সাংবাদিক আনিছ একটি পক্ষ নিয়ে কথা বললে, এতে করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং উত্তেজনার সৃষ্টি হয়। তারই জের ধরে এক পক্ষ সাংবাদিক আনিছের উপর চড়াও হলে একপর্যায়ে হাতাহাতি, ধাক্কা-ধাক্কি ও কিল -ঘুষির সৃষ্টি হয়।
এ বিষয়ে সোনারগাঁয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় অনলাইন পোর্টালে নিউজ প্রকাশিত হয়। প্রকাশিত খবরের সততা যাচাই করার জন্য সাংবাদিকদের প্রশ্নের জবাবের বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলা একটি দুঃখজনক ব্যাপার। তিনি আরো বলেন, ওইদিনের ঘটনায় কি হয়েছে, তা আমি কিছুই জানিনা। আমার ভগ্নিপতি ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি রয়েছে, ১০ ব্যাগ রক্ত লাগবে। সেখানে দৌড়াদৌড়ি করছি আমি। আমিও আমার ভাই হাসনাইনকে জড়িয়ে কিছু-চুক্রী মহল উদ্দেশ্য প্রণীতভাবে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন, আমি ও আমার ভাইয়ের হুকুমে ও নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। এটা ছিল নিতান্তই একটি মিথ্যা ও বানোয়াট। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি চাই, এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক,।এ বিষয়ে প্রত্যক্ষদর্শী জানান, জমি সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাক বিতান্ডের মাধ্যমে ঝগড়া হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ধাক্কাধাক্কি কিল ঘুষির সৃষ্টি হয় । এতে কোন রক্তাক্ত জখম হয়নি বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রক্তাক্ত জখমের কোন তথ্য বা আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে সাংবাদিক আনিসুর রহমানের কাজ থেকে মোঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক রিপন ভাইয়ের আত্মীয়ের জায়গা সম্পত্তি বিষয় নিয়ে তথ্য সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হইলে তাদের সাথে কথা কাটাকাটিতে আমার সাথেএই ঘটনা ঘটে। আমি এখন সুস্থ্য আছি। আমার মাথায় একটু কেটে গেছে।
এ বিষয়ে সাংবাদিক আনিছির রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।