নিজস্ব প্রতিবেদক
নারায়নগঞ্জ সোনারগাঁয়ে বৈদ্যুতিক তার৷ জড়িয়ে শাহিন (৪২) নামের এক পিঠা বিক্রেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় সোনারগাঁও উপজেলা মিরেরটেক এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কে বেকু যন্ত্রের মাধ্যমে উন্নয়ন কাজ চলাছিল। এ সময় সড়কের ওপর বৈদ্যুতিক তারে বেকুযন্ত্র লেগে তার ছিঁড়ে পথচারী শাহিনের শরীরে ওপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। নিহত শাহিন স্থানীয় কল্তাপাড়া গ্রামের মহিউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া। বরিশাল জেলার গৌরনদী থানার শরিফাবাদ গ্রামের মৃত কালমের পুতুল সে। নিহত শাহিনের লাশ উদ্ধার করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।