নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আঃলীগ ও মহাজোট জাতীয় পার্টির সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপি নেতাদের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটতরাজ তান্ডব চালিয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় ঘটে এ ঘটনা। জামপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম মেম্বার জানান, পূর্ব শত্রুতার জের ধরে আঃলীগ ও মহাজোট জাতীয় পার্টি নেতা মুকবুল, সামির ও মিলনের নেতৃত্বে ১১-১২ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী রামদা, লোহর রড, হকিষ্টিক, ছোঁড়া, লাঠিসোটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্র নিয়ে মিশু সরকারের বাড়ী, নিজামের বাড়ী ও তার বাড়ীতে হামলা, ভাংচুর তান্ডব চালায়। সন্ত্রাসীরা তাদের ৩টি ঘরে এলোপাথারি ভাবে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং ভাংচুর, লুটতরাজ তান্ডব চালায়। এ সময় ইব্রাহিম মেম্বারের ষ্টীলের আলমারী ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্নলংকার লুটে নেয় সন্ত্রাসীরা। এতে বাঁধ দিতে গেলে মো. তারেক (৩০) কে পিটিয়ে আহত করে তারা।
আফরোজা টিস্যু এন্ড পেপার মিলের ম্যানেজার আনোয়ার হোসেন জানান, গত ১লা জানুয়ারী আফরোজা টিস্যু এন্ড পেপার মিলে এসে মুকবুলের নেতৃত্বে ১১-১২ জন সন্ত্রাসী ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় ২য় দফা ৯ জানুয়ারী বৃহস্পতিবার পুনরায় সন্ত্রাসীরা এসে আগুন দিয়ে কারখানা পুড়ে ফেলাবে এবং কোম্পানির নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলার হুমকি দেয়। এ সময় জামপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম মেম্বার সন্ত্রাসীদের এহেন ঘটনায় বাঁধা দেন। এ বিরোধের জের ধরেই ইব্রাহিম মেম্বারের ওপর ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা এবং আজ শনিবার ১১ জানুয়ারী স্থানীয় পাকুন্ডা গ্রামের আঃলীগ ও মহাজোট জাতীয় পার্টির সশস্ত্র সন্ত্রাসী মিলন, সামির, মুকবুলের নেতৃত্বে ১১-১২ জন সন্ত্রাসী রামদা, লোহার রড, হকিস্টিক, ছোঁড়া ও লাঠিসোটা সহ দেশীয় বিভিন্ন অস্রশস্ত্র নিয়ে জামপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম মেম্বারের বাড়ী, নিজামের বাড়ী ও মিশু সরকারের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটতরাজ তান্ডব চালিয়েছে সন্ত্রাসীরা।
এ ব্যাপারে সোনারগাঁও থানায় ও তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে উক্ত কোম্পানির ম্যানেজার আনোয়ার হোসেন বাদী হয়ে পৃথক দুটি অভিযোগ দায়ের করছেন।
সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।