স্টাফ রিপোর্টারঃ-
দুই পক্ষ একই জমির দাবীর বিরোধ নিয়ে দু’ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে-শাহালম (৪৫), আলমগীর (৪০), আয়নাল৷ (৪২), মনু (৪০), রহিম(৩৫), বাচ্চু (৪২), মোতালেব (৪৫) সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গত ১৫ জানুয়ারী বুধবার সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের কদমতলী এলাকায় ঘটে এ ঘটনা।
এমদাদুল হক অভিযোগে জানান, জামপুর মৌজাস্থিত ৪৮.৬৬ শতাংশ জমি বায়না সূত্রে মালিক হয়ে ভোগদখলে আছেন। উক্ত জমিতে আনোয়ার হোসেন নামক এক ব্যাক্তি মালিকানা দাবী করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করার চেষ্টা করে। এ সময় এমদাদুল হক ও তার লোকজন বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ আনোয়ার হোসেন ও তার লোকজন উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালায়। অপর দিকে আনোয়ার হোসেন অভিযোগে জানান, তার খরিদকৃত ১শ ৪০ শতাংশ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করার সময় এমদাদুল হকের লোকজন বাঁধা দেয় এবং তাদের নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে কয়েক জন শ্রমিক আহত হয়েছে।
এ সময় এমদাদুল ও আনোয়ার পক্ষদ্বয়ের লোকজন তর্কাতর্কির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন রামদা, ছোঁড়া, লোহার রড, লাঠিসোটা দেশীয় অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে, উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় তালতলা বাজার, প্রভাকরদী, আড়াইহাজার ও সোনারগাঁয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে সোনারগাঁও থানায় এমদাদুল হক ও আনোয়ার হোসেন বাদী হয়ে পৃথকভাবে দু’টি অভিযোগ দায়ের করছে। ঘটনার সততা নিশ্চিত করে সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বলেন, উভয় পক্ষই পৃথক দুটি অভিযোগ দায়ের করছে। পুলিশ তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।