নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁ উপজেলার শম্ভপুরা ইউনিয়নের হোসেনপুর শিশু নিকেতনে প্রতি বছরের ন্যায় এবছরও ছাত্র-ছাত্রীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
(৩০শে নভেম্বর রোজ শনিবার) সকাল ৮ঘটিকায় এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে প্লে গ্রুপ হইতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সর্বমোট ১২০ জন ছাত্রছাত্রী রয়েছে। এই ছাত্র-ছাত্রীরা ও তাদের অভিভাবকদের সমন্বয়ে হরেক রকম পিঠার আয়োজন করেছে। এতে রয়েছে পুলি পিঠা, পাটিসাপটা পিঠা , ফুল পিঠা, দৌল্লা পিঠা, চিতই পিঠা, আনতেসা পিঠা বা তেলের পিঠাসহ প্রায় ১৫ রকমের পিঠার আয়োজন করা হয়েছে।, এই পিঠা উৎসব একটি আনন্দময় মেলায় পরিণত হয়েছে। যা এলাকাবাসী ছোট বড় সবাই আনন্দে মেতে উঠেছেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারি অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর শিশু বিদ্যানিকেতনের অধ্যক্ষ আরিফা আক্তার, হোসেনপুর শিশু বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মনির হোসেন, মোঃ শাকিল আহমেদ, মোহাম্মদ মোক্তার হোসেন,মোহাম্মদ হালি মিয়াসহ বিদ্যালয় এর বিভিন্ন শিক্ষাক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।