নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় অবস্থিত এমপি খোকার নিজস্ব কার্যালয়ে এরশাদের ৯৩তম জন্মদিন পালন করা হয়।
উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন ,উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবদুর রউফ চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টি সভাপতি এম এ জামান, নোয়াগাও ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক দেওয়ান উদ্দিন চুন্নু, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাতীয় মহিলা পার্টি নেত্রী মিসেস জাহানারা রহমান, জাহেদা আক্তার মনি কাউন্সিলর, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা ফজলুল হক, জাতীয় পার্টি বৈদ্যের বাজার ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আলমগীর হোসেন স্হানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।