নিজস্ব প্রতিবেদকঃ র্যাবের স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে রমজান আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা, ১ টি টয়োটা প্রাইভেট কার, নগদ টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অন্যদিকে
র্যাবের এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, বৃহস্পতিবার (৬ জানুয়ারী) নারায়ণগঞ্জের রূপগঞ্জের বটেরচড়া এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ আব্দুর রাজ্জাক নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় আরও ১ টি মাদক মামলা রয়েছে।