1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
বুধবার, ৩১ মে ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন

সাবেক রাষ্ট্রপতি এরশাদ গ্রাম বাংলার জন্য ব্যাপক অবদান রেখে গেছেন : সানাউল্লাহ সানু

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি আওতাধীন বন্দরে ২০ ও ২১ নং ওয়ার্ডের জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের বেপারীপাড়াস্থ ইফাত কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু বলেন, নারায়ণগঞ্জে ৫ আসনে জাতীয় পার্টি অনেক শক্তিশালী। এ দলটিকে আরো বেশী শক্তিশালী করতে হবে। সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ গ্রাম বাংলা জন্য ব্যাপক অবদান রেখে গেছেন। তার এ অবদানের জন্য এদেশের মানুষ তাকে পল্লীবন্ধু বলে স্বীকৃতি প্রদান করে। আপনারা আমার নেতা প্রয়াত এমপি নাসিম ওসমান ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য দোয়া করবেন। সে সাথে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের জন্য দোয়া করবেন।

বন্দর থানা ২০নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও ২১ নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা কামরুল ইসলামের সঞ্চালনায় ২০ ও ২১নং ওয়ার্ড জাতীয় পার্টি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল একই কমিটির সাধারন সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান বাদল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক রিপন ভাওয়াল প্রমুখ।

সম্মেলনে মোঃ মনির হোসেনকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক এবং লিটন সিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ১১১ বিশিষ্ট ২০নং ওয়ার্ড জাতীয় পার্টি ও মোঃ কামরুল জামান কামরুলকে সভাপতি সহিদুল ইসলাম সহিদকে সাধারন সম্পাদক ও সামছুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১নং ওয়ার্ড জাতীয় পার্টি কমিটি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এইরকম আরো খবর
শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে

পদের নাম: শিক্ষক

বর্ণনা:ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে ইংলিশ এবং গণিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
ইংলিশ শিক্ষক ইংলিশে অনার্স মাস্টার্স হতে হবে।
গণিত শিক্ষক গণিতে অনার্স মাস্টার্স হতে হবে।

ঠিকানা: উলিপুরা সোনারগাঁও, নারায়ণগঞ্জ

মোবাইল নাম্বার: 01988571098

© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com