নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ উপজেলার প্রতিনিধ জাহাঙ্গীর মাহমুদ, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এ মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেঘলা টিভির চেয়ারম্যান জহিরুল ইসলাম সিরাজ, মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধান,সাংবাদিক আল আমিন তুষার,গাজী মোবারক,হাসান মাহমুদ রিপন, মোক্তার হোসেন, অনিক,ইমরান, সিফাত, ফাহাদুল ইসলাম, শেখ ফরিদ। প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন
নারায়ণগঞ্জ প্রথা সারাদেশের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। এখনো নারায়ণগঞ্জ জুড়ে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা ।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১ ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। গত (৯ ডিসেম্বর) সোমবার বিকেল ৩টার দিকে বাড়িমজলিস এলাকায় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম রাসেলকে সোনারগাঁ আর্টে বসা থেকে একদল যুবক টেনে বের করে রাস্তায় ফেলে তার ওপর হামলা চালায়।