নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার কমিটি ঘোষণা করা হয়েছে গত ৪ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটিতে সোনারগাঁয়ের কৃতি সন্তান শাকিল সাইফুল্লাহকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
দীর্ঘ এক স্বৈরাচারী শাসনব্যবস্থার পরে বাংলাদেশের বুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আশার সঞ্চার হয়েছে তাকে চলমান রাখতে এই কমিটির যাত্রা হবে বলে মনে করেন সদ্য পদপ্রাপ্ত ছাত্রনেতা শাকিল সাইফুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। স্বপ্ন দেখেন একটি সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশের।
তার এই প্রাপ্তিতে তিনি অংশীদার হিসেবে স্মরণ করেছেন সেসব শহীদ এবং আহতদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন রাষ্ট্রের বিকাশ। সেইসাথে সোনারগাঁয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সদস্যকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
একটি সুন্দর সমাজ গঠনে শাকিল সাইফুল্লাহ সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।