বন্দর প্রতিনিধি: আজ শুক্রবার রাত সাড়ে ৯ টায় শুরু হতে যাচ্ছে নারায়ণগঞ্জের বন্দরে মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব ২০২২। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের স্নানোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত অফিসার ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার মুছাপূর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। স্নানোৎসব শেষ হবে আগামীকাল শনিবার বেলা ১১ টায় ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমান, পিপিএম (বার)। এসময় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন, বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুল আলম, সহ অনুষ্ঠানে জেলা পুলিশের অ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিট থেকে আগত এবং জেলা পুলিশের অফিসার ফোর্স ও আনসার সদস্যগণ ব্রিফিং প্যারেডে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। করোনা মহামারিতে দুই বছর স্নানোৎসব স্থাগিত থাকায় এ বছর লাখো লাখো পূণ্যর্থীদের সমাগম ঘটবে ব্রহ্মপূত্র নদের তীরে লাঙ্গলবন্দ তিন কিলোমিটার এলাকায়।