রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় শেখ রাসেল পুষ্পকুঞ্জের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বর শুক্রবার রাতে ঢাকা-গাউছিয়া-গাজীপুর বাইপাস সড়কের কাঞ্চন সেতু টোল প্লাজায় ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ কালাম হোসেনের নিজস্ব অর্থ্যায়নে নির্মিত শেখ রাসেল পুষ্পকুঞ্জ উদ্বোধন করেন কাঞ্চন পৌর মেয়র আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম । এসমসয় উপস্থিত ছিলেন কাঞ্চন সেতু টোলপ্লাজার প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শামিম রহমান আবির, ইঞ্জিনিয়ার মুর্শেদ আলম, মোঃ জায়িদী রহমান, প্রধান হিসাব রক্ষক মোঃ আরিফুজ্জামান, সহকারী হিসাব রক্ষক মোঃ শাহা আজিজ প্রমুখ।
পরে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি ঘটে।