নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার তারাবো পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান হয়। আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। সভায় বক্তব্য রাখেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা সুলতানা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল খাঁন মুন্না, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল কবির,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ফিরুজ ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম মনির, উপজেলা ছাত্রলীগের ভার প্রাপ্ত সভাপতি তানজিম খাঁন রিয়াজ, তারাবো পৌরসভার কাউন্সিলর আকতার হোসেন, বিএম আতিকুর রহমান প্রমুখ।
পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।