রূপগ ঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের প্রায় ৪ হাজার অসহায় ও গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর সোমবার পূর্বগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলীর নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৬কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এককেজি করে আলু, পেয়াজ, লবণ ও চিনি। বিতরণী সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী।
সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন, মাছুম মিয়া, সুরুজ মিয়া, মতিন মিয়া, পিয়ারা বেগম ও রাজিয়া সুলতানা প্রমুখ।
পরে কায়েতপাড়া ইউনিয়নের ৪ হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে।