বন্দরে শ্রী শ্রী লাল জিউর আখড়া দুঃসাহসিক চুরি ঘটনার দীর্ঘ ৫ দিন পর অবশেষে লিখিত অভিযোগ দায়ের করেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত মন্দিরের সভাপতি সুনীল কুমার সাহা বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শনিবার (১৮ ফেব্রুয়ারী) ভোর রাতে যে কোন সময় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লাল জিউর আখড়া এ চুরি ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দরে মদনগঞ্জ এলাকায় প্রায় একশ বছরের পুরানো লাল উজিউর আখড়া নানা সমস্যায় জর্জরিত। উল্লেখিত এলাকার কিছু বখাটে ও নেশাগ্রস্থ লোক নিজের খেয়াল খুশিমত মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে মন্দিরের পবিত্রতা নষ্ট করে আসছে। এর ধারাবাহিকতায় গত শনিবার (১৮ ফেব্রুয়ারী) ভোর রাতে অজ্ঞাত নামা চোরের দল মন্দিরে পুরোহিতের রান্না ঘরে প্রবেশ করে পুরোহিতের ব্যবহারকৃত থালাবাসন ও কিছু পুরাতন টিনসহ অন্যান্য মালামাল চুরি করে কমপক্ষে ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি সুনীল কুমার সাহা গণমাধ্যমকে আরো জানান, কিছু বখাটে লোক মন্দিরে অভ্যন্তরে প্রবেশ করে প্রকাশ্যে নেশা সেবন করে আসছে। পুরোহিত মাদক সেবীদের মাদক সেবনে বাধা প্রদান করলে ওই সময় মাদক সেবীরা ক্ষিপ্ত হয়ে নানা ভাবে হুমকি দামকি দিয়ে আসছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে মন্দির কমিটি নেতৃবৃন্দ।