১৮ফেব্রুয়ারী নগরীর সিইপিজেডস্থ বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার হালিশহর ধুমপাড়া সাগর পাড় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে মাবিয়া কালেকশন একাদশ ০২ রানে আনন্দ ফ্যাশন একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জয়ী দল আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে রানার্স আপ আনন্দ ফ্যাশন একাদশ কে ১৩২রানে অল আউট করে ২রানে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ প্রাইজমানি লাভ করেন।
ম্যাচে জয়ী দলের পক্ষে একাই ৫৭রান ও ২উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন মোঃ মামুন। সেরা রানার হয়েছেন মোঃ বাচেত, সেরা উইকেটে মোঃ মামুন। খেলার আম্পায়ার ছিলেন কামরুজ্জামান বাবু, মোঃ রুবেল,৩য় আম্পায়ার ছিলেন মোঃ মহিউদ্দিন,রিপন।
দুপুরে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী মোরশেদুল আলম চৌধুরী তাজু।
বিশেষ অতিথি ছিলেন- সমিতির সা: সম্পাদক কাজী আজিজুল হক, ক্রীড়া সংগঠক হাজী মোঃ মোজাম্মেল হক চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ড, মোঃ মোরশেদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মু: বাবুল হোসেন বাবলা, সমিতির অর্থ সম্পাদক মোঃ মুছা, সহ-সভাপতি আবু তাহের,যুগ্ন স়ম্পাদক হাফেজ মুহাম্মদ নুরুল ইসলাম এবং বে শপিং সেন্টার দোকান কর্মচারী সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।
ফাইনাল খেলা শেষে জয়ী দল ও অংশগ্রহণকারীদের সম্মিলিত মিলন মেলা , বার্ষিক বনভোজন সভা সম্পন্ন হয়েছে।