সোহাগ মিয়া স্টাফ রিপোর্টার,
সাদীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলায় মিথ্যা আসামী করায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার সকালে (১০ জানুয়ারী) সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নের মিররেটেক-কাঁচপুর সড়কের সাদীপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে।
মানববন্ধনকারী সাদীপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, গত ৮ জানুয়ারী বুধবার তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কালে তিতাসগ্যাস কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং এ ঘটনায় তিতাসগ্যাস কতৃপক্ষ সোনারগাঁও থানায় মামলা করছেন। তিতাস কতৃপক্ষের দায়ের করা মামলায় সাদীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা আসামী করা হয়েছে মানববন্ধনকারীদের দাবী। মানববন্ধনকারী সাদীপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ইব্রাহিম বলেন, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত আলামিন, শহিদুল্লাহকে সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা-কর্মীকে তিতাসগ্যাস কতৃপক্ষ আঃলীগ ফ্যাসীবাদী সহ কোন কুচক্রী মহলের যোগসাজশে উক্ত দায়ের করা মামলায় মিথ্যা আসামী করা হয়েছে বিএনপি নেতা-কর্মী। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলকারীরা এহেন মামলায় মিথ্যা আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিতাসগ্যাস কতৃপক্ষের দায়েরকৃত মামলায় মিথ্যা আসামীদের অনতিলম্বে অব্যাহতি দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলকারীরা জোর দাবী জানিয়েছে। নতুবা সোনারগাঁও থানা ঘেরাও কর্মসূচির আল্টিমেটাম দেন তারা। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সাদীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের অপর প্রধান শিক্ষক মো. শামসুদ্দিন মাষ্টার, সাদীপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সাদীপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক ও ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আকাশ মাহমুদ শহীদুল্লাহ, সাদীপুর ইউনিয়ন বিএনপি সহ-দপ্তর সম্পাদক ও ৭নং ওয়ার্ড বিএনপি যুগ্ম-সম্পাদক আল আমিন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক কাজী হিমেল, সাদীপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আব্দুল আজিজ মোল্লা, সাদীপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি কামরুজ্জামান (নুরুজ্জামান), সোনারগাঁও নলেজ কিং কলেজের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন, সাদীপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ডা. শফিকুল ইসলাম শফি, সাদীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আওলাদ হোসেন, সোনারগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মাসুদ সহ শত শত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং এলাকাবাসী মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করছে।