বন্দর প্রেসক্লাবের বাগন সৌন্দর্য বর্ধন ও ভবনের আংশিক কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকেল ৪টায় বন্দর প্রেসক্লাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সহ-সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, বন্দর প্রেসক্লাবের সদস্য ও প্রবীন সাংবাদিক জি.এম. মজনু, বন্দর প্রেসক্লাবের সদস্য মেহেবুব হোসেন, বন্দরে প্রবীন সাংবাদিক এস.এম. আব্দুল্লাহ প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বন্দর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য হাজী নাসির উদ্দিন প্রমুখ।
মিলাদ ও দোয়া শেষে বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী জানান, বন্দর প্রেসক্লাবের অবশিষ্ট কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশাকরি আগামী ১ মাসের মধ্যে বন্দর প্রেসক্লাবের অবশিষ্ট কাজ সম্পর্ন হয়ে যাবে। সে সাথে বন্দর প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি।