বিশেষ প্রতিনিধি
নারায়নগঞ্জের বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে পরিচালনা করে ২০০০ (দুই হাজার) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কেউডালা (অলিম্পক ইন্ডাস্ট্রি সংলগ্ন) ও লাউসার এলাকায় এ অভিযানটি পরিচালনা করা হয়েছে।
নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) মৌসুমী আক্তার এর উপস্থিতিতে দুইটি স্পটে প্রায় ৩ কিলোমিটার জায়গা থেকে ৩শ ফুট পাইপ উচ্ছেদ ও দুই হাজার আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করে।
এছাড়াও অবৈধ বিতরণ লাইনের বিশাল অংশ বিভিন্ন স্থানে টুকরো টুকরো করত। বালি ও সিমেন্টের তরল মিশ্রণ দিয়ে হাইপ্রেসার কম্প্রেসার মেশিনের সাহায্যে ভিতরে প্রবেশ করিয়ে অকেজো করা হয়েছে। অতঃপর অবৈধ সংযোগ বিতরণ লাইনের উৎস পয়েন্ট গুলোকে কিল করা হয়েছে।
এসময় ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার বলেন, অত্র অঞ্চলে যত দিন পর্যন্ত অবৈধ গ্যাস লাইন থাকবে ততদিন বৈধ অবৈধ সকল গ্রাহককে ভোগান্তিতে পরতে হবে। কারন অবৈধ সংযোগের তথ্য পাওয়া গেলেই অভিযান পরিচালনা করা হবে। এবং অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের আইনের আওতায় আনা হবে।