বন্দরে ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা ঘাট হইতে দড়ি-সোনাকান্দা পর্যন্ত প্রায় ৮১০ মিটার খাল খনন, ব্লক স্থাপন ও সৌন্দর্য বর্ধনের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন স্থানীয় কাউন্সিলর হাজী শাহেন শাহ আহাম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত উন্নয়ন মূলক কাজের শুভ উদ্ধোধন করেন।
উদ্বোধন উপলক্ষে ও মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির এলিন, শামীম আহাম্মেদ, মাছুম আহাম্মেদ, মোঃ হিরা, মাহবুব রহমান টিটু, তুহিন, রফিক ও হানিফ প্রমুখ।
স্থানীয় কাউন্সিলর হাজী শাহেন শাহ আহাম্মেদ জানিয়েছে, ২০নং ওয়ার্ডবাসী মেয়র আইভী মহদয় নিকট চিরকৃতজ্ঞ। তিনি উন্নয়নের ধারা অব্যহত রেখেছে। তিনি সকল ওয়ার্ডেই উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। আপনারা সবাই আমাদের মেয়র ডঃ সেলিনা হায়াৎ আইভি আপার জন্য দোয়া করবেন। আমাদের এ ওয়ার্ডের খাল খনন, ব্লক স্থাপন ও সৌন্দর্য বর্ধনের কাজের ব্যায় ধরা হয়েছে ৭ কোটি ৮৫ লাখ টাকা।