বন্দরে একশ দুই পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহিৃত মাদক ব্যবসায়ী হিরা (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধায় বন্দর থানার দড়ি-সোনাকান্দাস্থ তিন রাস্তার মোড় এলাকা থেকে ওই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হিরা বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার মৃত ফরিদ হোসেনের ছেলে। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক শওকত আলী বাদী হয়ে গেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। পরে গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী হিরাকে শুক্রবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানার এসআই শওকত আলী গনমাধ্যমে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হিরা দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা, মাহমুদনগর, সোনাকান্দা সারোয়ার জুট মিল এলাকাসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ও গাঁজার রমরমা ব্যবসা চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০২ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।