বন্দরে হেরোইনসহ মাজেদা বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান কালে পুলিশ গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী গত শনিবার (২৭ আগষ্ট) রাত সাড়ে ১১টায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ লাহরবাড়ী সাগর মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপরে অভিযান চালিয়ে ঐ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় । গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাজেদা বেগম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার জিয়াউদ্দিন মিয়ার স্ত্রী বলে জানা গেছে। হেরোইন উদ্ধরের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৯(৮)২২।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটুয়ারী ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার সাগরের বাড়ি সামনে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান কালে পুলিশ ১৭ পুড়িয়া বা দেড় গ্রাম হেরোইনসহ মাজেদা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে পুলিশ গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে।