হাসিনা অটিজম চাইল্ড কেয়ার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অটিস্টিক শিশু- কিশোরদের উন্নয়নের মূল শ্রোতধারায় সম্পৃক্ত করতে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব শীর্ষক আলোচনা ও অটিস্টিক শিশু –কিশোরদের আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উত্তর কলাবাগস্থ হাসিনা অটিজম স্কুলে এ আলোচনা সভা অটিজম শিশু কিশোরদের এ সমাবেশ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেন, অবহেলিত ও অসহায় শিশু ও কিশোরদের বের উঠার পিছনে খেলাধূলা থেকে শুরু করে মেধা বিকাশে হাসিনা অটিজম নিয়ামত হিসেবে কাজ করে যাচ্ছে। জেলা পুলিশ ও বন্দর থানা পুলিশের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি। হাসিনা অটিজম পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা প্রমুখ। ওই সময় আরো উপস্থিত ছিলেন হাসিনা অটিজমের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা অটিজম শিশু কিশোরদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।