বন্দরে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনী ছাত্রী লামিয়া (১৩) অপহরন ঘটনায় বিমান হাসান বিবেক (১৯) নামে এক অপহরনকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশ একটি বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে ওই অপরহরণকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এর আগে গত রোববার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় বন্দর থানার নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ওই অপহরনের ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত অপহরণকারি বিমান হাসান ওরফে বিবেক নারায়ণগঞ্জ সদর থানার শহীদনগর এলাকার মেহেদী হাসান বিপ্লব মিয়ার ছেলে। যার মামলা নং- ১৫(১২)২২।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বন্দর থানার ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মান্নান খান বাদল মিয়ার ৭ম শ্রেণী পড়ুয়া মেয়ে লামিয়া খান স্থানীয় নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। বাদীর মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে বিবাদী বিমান হাসান বিবেক প্রায় সময় স্কুল ছাত্রী লামিয়া খানকে প্রেম-ভালোবাসার প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর সকাল পৌন ১০টায় প্রতিদিনের মত বাদীর মেয়ে লামিয়া খান স্কুলের পরিক্ষা দিতে বাসা থেকে বের হয় স্কুলের সামনে আসলে। ওই সময় বিবাদী বিমান হাসান বিবেক ও তার পিতা মেহেদী হাসান বিপ্লব ও মা মলিনা বেগম বাদী মেয়েকে জোর পূর্বক ভাবে অটোরিক্সা দিয়ে তুলে নিয়ে অপহরণ করে আত্মগোপনে থাকে। অপহরন মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ী এসআই নাহিদ মাছুমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শহরের শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রী লামিয়াকে উদ্ধারসহ অপহরণকারি বিবেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতকে ওই মামলায় বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।