বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমনের ফুফু নূর বানু বেগম (৬৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় নরসিংদী জেলার সদর থানার সেবাসংঘের মোড়স্থ মিতালী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ২ মেয়ে ও ৩ নাতিনসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। মরহুমার নামাজের জানাযা বৃহস্পতিবার বাদ আছর নরসিংদী বেপারীপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর বেপারীপাড়াস্থ পারিবারিক কবরস্থানে মরহুমার মৃতদেহ দাফন সম্পন্ন করা হয়। বন্দরে সাংবাদিক জি.এম সুমনের ফুপু নূর বানু বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ।