বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মদনপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার সন্ত্রাসী খলিলুর রহমানসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর এলাকার এলাহি মিয়ার ছেলে চেক ডিজনার মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সন্ত্রাসী খলিল মেম্বার (৫০) বন্দর থানার দড়ি-সোনাকান্দা এলাকার আসান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল ওরফে নুর হোসেন (২৮) একরামপুর এলাকার মোতালেব মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লাভলু (৩০) দড়ি-সোনাকান্দা এলাকার মৃত সাদেক আলী মিয়ার ছেলে ওয়ালিউল্ল্যাহ (৩২) বন্দর এইচ এম সেনরোড এলাকার মৃত মালেক মিয়ার ছেলে লিটন (৩০) চাপাতরী এলাকারগুলু মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আনিছ (২৫) কাইকারটেক এলাকার আলী আকবর মিয়ার ছেলে আলামিন (২৮)। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ।