যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করেছে মহানগর ও বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ৩০মে সোমবার সকাল ৮টায় শহরের মাসদাইর এলাকাস্থ এডঃ তৈমুর আলমের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সভাপতি এডঃ তৈমুর আলম খন্দকার, মহানগর বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব¦ আতাউর রহমান মুকুল, সহ-সভাপতি হাজী নূর উদ্দিন, মহানগর বিএনপি নেতা ও কাউন্সিলর সুলতান আহাম্মেদ, মহানগর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার, মহানগর বিএনপি যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন সুখন, মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজিব, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর যুবদল নেতা আমির হোসেন, আহাম্মদ আলী, সাহাদুল্লাহ মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব¦ এডঃ মতিউর রহমান মতিন, সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা আমজাদ মেম্বার প্রমুখ। মিলাদ ও দোয়া শেষে জেলা বিএনপি সাবেক সভাপতি এডঃ তৈমুর আলম ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব¦ আতাউর রহমান মুকুল ও হাজী নূর উদ্দিনের নেতৃত্বে মহানগর বিএনপি ও বন্দর থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ জিয়ার ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দরে প্রায় শতাধিক স্পট পরিদর্শন করে অসহায়দের মাঝে রান্না করা গরম খাবার বিতরণ করে। কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে খাবার বিতরণকালে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার ও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতা মোঃ সেলিম, আশাবদ্দিন, ফারুক, রয়েল ফারুক, মামুন, সিপন, সাহাদাত, ফারুক, শামীম, জাকির হোসেন প্রমুখ। এ ছাড়াও ২৪ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। শাহাদাত বার্ষিক অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মালেক মেম্বার, সাধারন সম্পাদক মোঃ রাসেল ও প্রচার সম্পাদক আলী আকবর। কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে মিলাদ ও দোয়া এবং কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়। ওই সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার ,আবুল কালাম খোকন, সোহেল ও রস্তম আলী। ২৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ২৫ নং ওয়ার্ড যুবদল নেতা নুরুল আলম খন্দকার ও রাহিম প্রমুখ। ২৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সফর আলী ও সাধারন সম্পাদক ইলিয়াছ প্রমুখ। এ ছাড়াও বন্দরের ঘারমোড়া, ফরাজিকান্দা, সোনাকান্দা, সালেহনগর, বন্দর, নবীগঞ্জ কবিলেরমোড়, কাইতাখালি, লক্ষনখোলা, রামনগর, ধামগড়, সাবদী, কলাগাছিয়াসহ বিভিন্ন এলাকায় শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।