বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়েরের জের ধরে যৌতুক লোভী স্বামী ও সৎছেলেসহ তাদের স্বজনদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জননী শাহানাজ ওয়ালিদ (৩৫) মারাত্মক ভাবে জখম হয়েছে। নির্যাতিত গৃহবধূর চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী মারাত্মক জখম অবস্থায় উক্ত গৃহবধূকে আহতকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। গত রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
তথ্য সূত্রে জানা গেছে, গত ২০ বছর পূর্বে বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত শাহিনুর ইসলামের মেয়ে শাহানাজ এর সাথে একই এলাকার মৃত হাবিবুল্লাহ মিয়ার ছেলে ওয়ালিদ মুন্সির সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ১৫ বছরের একটি কন্যা সন্তান ও ৬ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী ওয়ালিদ মুন্সি তার স্ত্রী কাছে বিভিন্ন সময়ে কয়েক লাখ টাকা যৌতুক হাতিয়ে নেয়। এর ধারাবাহিকতায় গত রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় যৌতুক লোভী স্বামী ওয়ালিদ মুন্সি ও তার বড় ভাই সামাউন হাবিব ও খোকন মিয়াসহ সৎ ছেলে তায়েম ভ’ক্তভোগী গৃহবধূর নিকট আবারও সাড়ে তিন লাখ টাকা যৌতুক দাবি করে।
ঐ সময় গৃহবধূ যৌতুক দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করলে ওই সময় যৌতুক লোভী স্বামী ওয়ালিদ মুন্সি ও তার বড় ভাই সামাউন হাবিব, খোকন মোবারক ও সৎছেলে তায়েম ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।