বন্দরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মিস মোকদ্দমার ভয়ে ভূমিদস্যু শুভ ও মহসিন গং কর্তৃক ক্ষিপ্ত হয়ে নিরীহ আনোয়ার হোসেনের পৈত্রিক সম্পত্তি খালি জায়গার উপর অবৈধ স্থাপনা নির্মাণের পায়ঁতারা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী আনোয়ার হোসেন বুধবার (১১ জানুয়ারী) দুপুরে উল্লেখিত ভূমিদস্যুদের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বিকেলে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে ভুক্তভোগী নিরীহ আনোয়ার হোসেন জানান, আমি একজন দিনমজুর। আমি আমার পৈত্রিক সম্পত্তি ২৮ শতাংশ খালি জায়গায় সবজি চাষ করে ভোগদখলে আছি। অর্থনৈতিক ভাবে দূর্বল ও অভাব অনটনের কারনে আমার পৈত্রিক সম্পত্তি অদ্যাবধি নাম জারি ও জমাভাগ করিতে পারি নাই বিধায় বিগত ৩ মাস পূর্বে সহকারী কমিশনার (ভূমি) বন্দর অফিসে সমস্ত কাগজপত্রাদি জমা করে অনলাইন মোতাবেক নামজারি জমাভাগের আবেদন করিয়া ইউনিয়ন ভূমি অফিসে কাগজপত্রাদিসহ উপস্থিত হইলে প্রথমত বিভিন্ন তালবাহানা করে বাতিল করে। ২য় বার আবার আবেদন করিলে ভূমি কর্মকর্তা জানায় যে, মৃত সামছুলহুদা বাবুল বিগত ১৯৯৭-৯৮ইং সালে তাহার নিজ নামে এস এ মোতাবেক নামজারি করে দিয়েছেন বিধায় জমিতে সরজমিন ভূমি কর্মকর্তা উপস্থিত হয়ে একটি সাইনবোর্ড লাগানোর পরামর্শ দেন। আমি সাইনবোর্ড লাগানোর পরও তিনি নানা টালবাহানা করে বিবাদী প্রতিপক্ষকে নোটিশ প্রদান না করে তাদের কাগজপত্রাদি যাচাই না করে আবারও আমার নামজারি ও জমাভাগটি বাতিল করে। এ ঘটনায় আমি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারায় মামলা দায়ের করে। আদালত উল্লিখিত সম্পত্তির উপর বিবাদী ভূমিদস্যু শুভ ও মহসিন গংদের নিম্ন তফসিলভূক্ত সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করা হইতে বিরত থাকার নির্দেশ প্রদান করে। অথচ উল্লিখিত ভূমিদস্যুরা আদালতের নির্দেশ উপেক্ষা করে গত মঙ্গলবার ( ১০ জানুয়ারী) বন্দর থানার দড়ি-সোনাকান্দা এলাকার মৃত শামছুল হুদা মিয়ার ছেলে ভূমিদস্যু শুভ ও একই এলাকার মৃত আক্তার হোসেন মিয়ার ছেলে মহসিন বিজ্ঞ আদালতে মিস মোকাদ্দমা ০৩/২০২৩ উপেক্ষা করে উল্লিখিত সম্পত্তির উপর অবৈধ স্থাপনা তৈরির পায়ঁতারা করে। এ ঘটনায় আমি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। উল্লিখিত ভূমি সন্ত্রাসীদের অত্যাচার থেকে রেহাই পাওয়াসহ প্রতিকারের জন্য বিগত সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা পরিষদের নির্বাহী কমকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিক বলেন, অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে শুভর বিরুদ্ধে ভূমিদস্যুতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গত শুক্রবার নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ সেলিম ওসমান স্ব স্ব ইউনিয়ন চেয়ারম্যান, কাউন্সিলর ও থানা প্রশাসনকে সাইনবোর্ড ব্যবসায়ী/ ভূমিদস্যুতার অভিযোগটি গুরুত্ব সহকারে দেখার আহবান জানিয়েছেন।