বন্দরে বিভিন্ন মামলার ৩ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৫ জানুয়াী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী মসজিদপাড়া এলাকার রহিম বাদশা মিয়ার ছেলে বন্দর থানার ৩৫(১১)২০ নং মামলার জিআর ওয়ারেন্টভূক্ত আসামী ইয়ামিন (২০) বন্দর ২৩১/১ উইলসন রোড এলাকার বাদশা মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইনজামুল হক অনিক (২৬) ও বন্দর ইউনিয়নের কুশিয়ারা সুতারপাড়া এলাকার নূর হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল হোসেন (৫৫)। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।