দীর্ঘ ১০ বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে বন্দরে চাঞ্চল্যকর উজ্জল হত্যা মামলার ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী আবুল কাশেম (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ মে বৃহস্পতিবার রাতে বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল দরগা এলাকায় অভিযান চালিয়ে ওই পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। যার বন্দর থানার মামলা নং- ৩৩(৬)১২ ধারা- ৩২৪/৩০২/৩৪ পেনাল কোড। গ্রেপ্তারকৃত ফাঁসির দ্বন্ডাদেশ প্রাপ্ত আসামী আবুল কাশেম বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা বড় জামে মসজিদ সংলগ্ন এলাকার মোহাম্মদ হোসেন ওরফে মোহাম্মদ আলী মিয়ার ছেলে বলে জানা গাছে।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ কদম রসুল দরাগা এলাকায় অভিযান চালায়। অভিযান কালে পুলিশ দীর্ঘ ১০ বছর পর বন্দরে চাঞ্চল্যকর উজ্জল হত্যা মামলার ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী আবুল কাশেমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর থানা উপ-পরিদর্শক আব্দুল বারেক হাওলাদার গনমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত আসামী আবুল হোসেন গ্রেপ্তার এড়ানোর জন্য ছদ্মরূপ ধারন করে বিভিন্ন মাজার মাজরে অবস্থান করে। আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে কদম রসুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাকে ওই ওয়ারেন্টে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ২০১২ সালে ১৬ জুন দিন দুপুরে সোনাকান্দা হাট সংলগ্ন এলাকায় গ্রেপ্তারকৃত আসামী আবুল কাশেমসহ অন্যান্য আসামীরা উজ্জল নামে এক যুবককে দিন দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। ওই মামলায় আবুল কাশেম দীর্ঘ ১০ বছর পালিয়ে থাকার পর বন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।