বন্দরে ফটো সংবাদিক জিয়ার মালিকানাধীন কলিম উল্লাহ ওয়ার্কশপে দুঃসাহসিক চুরি সংগঠিন হয়েছে। অজ্ঞাতনামা চোরের দল কৌশলে উল্লেখিত প্রতিষ্ঠানের টিন কেটে ভিতরে প্রবেশ করে ওয়েলডিং মেশিন সহ অন্যান্য মালামাল চুরি করে প্রায় ৭০ হাজার টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায়। শনিবার দিবাগত রাত পৌনে ৪টায় বন্দর থানার ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ বটতলা এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। এ ঘটনায় উল্লেখিত প্রতিষ্ঠানের মালিক জিয়াবুর রহমান জিয়া বাদী হয়ে শনিবার দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে জিয়াবুর রহমান জিয়া গণমাধ্যমকে জানান, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতে আমার প্রতিষ্ঠানের কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়িতে যায়। ঐ সুযোগে শনিবার দিবাগত রাতে অজ্ঞাত চোরের দল আমার প্রতিষ্ঠানের টিন কেটে ভিতরে প্রবেশ করে ওয়েলডিং মেশিনসহ অন্যান্য মালামাল চুরি করে প্রায় ৭০ হাজার টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারি কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক সিহাব জানান, অভিযোগ পেয়ে আমিসহ আমার সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। সে সাথে চোরাইকৃত মালামাল উদ্ধারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি।