বন্দরে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে ১ সন্তানের জনক সজিব (২১) নিজ ঘরের ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত ১১ মে বুধবার রাতে যে কোন সময় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক নেওয়াজসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আত্মহত্যাকারীর স্ত্রী জান্নাত বেগম বাদী হয়ে লাশ উদ্ধারের ওইদিন বিকেলে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। আত্মহত্যাকারি সজিব বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী এলাকার বাদশা মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে লাশ উদ্ধারকারি ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক নেওয়াজ গনমাধ্যমকে জানিয়েছে, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে সকাল ১০টায় দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ঘরের মেঝের সামনে থেকে শুয়ানো অবন্থায় লাশ উদ্ধার করি। পরে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করি ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করি। এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। আত্মহত্যার কারন জানার জন্য আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।