1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন

বন্দরে পানির জন্য হাহাকার

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ সোমবার, ২৯ আগস্ট, ২০২২

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দেউলী চৌরাপাড়া এলাকার পাম্পটি ২০/২২ দিন ধরে বিকল থাকায় ২৪ ও ২৫ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া, আমিরাবাদ, বক্তারকান্দি, কাইতাখালী, নোয়াদ্দা , পাতাকাটা, দাসেরগাঁ ও লক্ষণখোলা এলাকায় পানির জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় দূরের কোনো উৎস থেকে পানি সংগ্রহ করে পানসহ প্রাত্যহিক কাজে ব্যবহার করছেন এলাকাবাসী। নিরুপায় হয়ে অনেকে শীতলক্ষ্যা নদীর দূষিত পানি ব্যবহার করছেন। এতে নানা পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ । নাসিকের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চৌরাপাড়া পাম্পটি বিকল হয়ে গেছে। এখানে নতুন একটি পাম্প স্থাপন করতে হবে। তবে তা সময় সাপেক্ষ ব্যাপার।

এলাকাবাসী জানান, দুই সপ্তাহ আগে ২৪ নং ওয়ার্ডের চৌরাপাড়া পাম্পটি বিকল হয়। মেরামত না করায় পানি পাচ্ছেন না বাসিন্দারা। বিভিন্ন সময় কোন না কোন পাম্প বিকল হয়ে পড়ছে। ফলে সারা বছরই পানি সংকট লেগে আছে ওয়ার্ডগুলোতে। ২৪ ও ২৫নং ওয়ার্ড এলাকার পাম্প বিকল হওয়ার কারণে এর আগে বিভিন্ন সময় মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ব্যক্তিগত উদ্যোগে ২০১৮ সালে ২৪ ও ২৫ নং ওয়ার্ডে ৩টি সহ বন্দরে ১৭টি সাবমার্শিবল পাম্প স্থাপন করেন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ওই পাম্পগুলো বর্তমানে বিকল হয়ে আছে। এলাকাবাসী জানান, দুই বছর আগে পানি সরবরাহের দায়িত্ব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উপর ন্যস্ত করে ওয়াসা। সিটি করপোরেশন দায়িত্ব নেওয়ার পর পানি সরবরাহ ব্যবস্থা আরও খারাপ হয়ে যায়।

এ ব্যাপারে দেউলী চৌরাপাড়া পাম্প হাউসের অপারেটর আলামিন জানান, প্রায় দুই সপ্তাহ আগে পাম্পটি নষ্ট হয়। তখন মেকানিকের মাধ্যমে পাম্পটি মেরামত করা হয়। কিন্তু মেরামতের পর পাম্পটি চালু করতেই পুনরায় বিকল হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এইরকম আরো খবর
শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে

পদের নাম: শিক্ষক

বর্ণনা:ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে ইংলিশ এবং গণিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
ইংলিশ শিক্ষক ইংলিশে অনার্স মাস্টার্স হতে হবে।
গণিত শিক্ষক গণিতে অনার্স মাস্টার্স হতে হবে।

ঠিকানা: উলিপুরা সোনারগাঁও, নারায়ণগঞ্জ

মোবাইল নাম্বার: 01988571098

© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com