পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে বন্দরে নাতে রাসুল, মিলাদ মাহফিল , দোয়া, কেয়াম ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্ব) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় মহতি এ অনুষ্ঠানের আয়োজন করে এলাকাবাসী। অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন চৌরাপাড়া সোমবারিয়া বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা আতিকুল্লাহ। নাতে রাসুল পরিবেশন করেন সাকিন রেজা ও তারেক মিয়াজি। আশেকে রাসুল আবদুল হাইয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ গোলাম মোস্তফা , মোঃ আক্তার কন্ট্রাক্টও, মোঃ এরশাদ খন্দকার, মোঃ ডালিম সরদার, মোঃ তারিক আহমেদ টিটু, মোঃ আনোয়ার হোসেন পোকা, মোঃ অটল সরদার, মোঃ মনির সরদার , মোঃ আল মামুন ও দেলোয়ার হোসেন দিলা।