নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মানাধীন ৫১ নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাথর চুরি অভিযোগটি অবশেষে লক্ষাধিক টাকার বিনিময়ে রফাদফা করার অভিযোগ পাওয়া গেছে কথিত যুবলীগ নেতা হিমেল খান হিমুর বিরুদ্ধে। গত রোববার (২৩ অক্টোবর) রাতে বন্দর থানার শাহীমসজিদ এলাকায় সাবেক কাউন্সিলর হান্নান সরকারের হস্তক্ষেপে লাখ টাকার বিনিময়ে এ পাথর চুরি ঘটনাটি রফাদফা করা হয়। এর আগে গত রোববার ২৩ (অক্টোবর ) বন্দর থানার সোনাকান্দা কড়ইতলা এলাকা থেকে ওই পাথর চুরি ঘটনা ঘটে।
তথ্য সূত্রে জানা গেছে, বন্দরে শাহানাজ ট্রেডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান দীর্ঘ দিন ধরে সোনাকান্দা কড়ইতলা এলাকায় নাসিক কর্তৃক নির্মিত ৫১ নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজ করে আসছে। গত রোববার ভোরে বন্দর রুপালী আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক আব্দুর রব স্কুল নির্মানের পাথর চুরি করে একই এলাকার জনৈক কিশোর কুমারের কাছে বিক্রি করে। বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক নাহিদ মাসুম অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে কিশোর কুমারের বাড়ি থেকে চোরাইকৃত পাথর উদ্ধার করেন। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর রব কৌশলে পালিয়ে। পরে পাথর চুরির বিষয়টি মীমাংসা করার জন্য পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক আব্দুর রব সাবেক কাউন্সিলর হান্নান সরকারের শরণাপন্ন হয়। পরে এ ঘটনায় শাহানাজ ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হিমেল খান হিমু মোটা অংকের টাকা দাবি করলে এক পর্যায়ে পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক আব্দুর রব সম্মান বাঁচাতে প্রায় লক্ষাধিক টাকার বিনিময়ে সাবেক কাউন্সির হান্নার সরকারের হস্তক্ষেপে পাথর চুরির বিষয়টি ধামাচাপা দেয়।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাছুম জানান, প্রতিষ্ঠানটির ম্যানেজার মামুনের অভিযোগের প্রেক্ষিতে রুপালী আবাসিক এলাকার একটি বাড়ি থেকে চুরিকৃত পাথর গুলো উদ্ধার করা হয়। পরে এ নিয়ে বাদী পক্ষের সাথে বিবাদীদের আপোষ মীমাংসা হলে বাদী তার দায়েকৃত অভিযোগ প্রত্যাহার করে মঙ্গলবার আমার কাছে একটি আপোষ নামা দেয়।