স্থানীয় সন্ত্রাসী কর্তৃক টিসিবি’র মালামাল জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাধা দেওয়ার জের ধরে বন্দরে সন্ত্রাসী হামলায় আল আমিন (৩২) নামে এক গ্রাম পুলিশ গুরুত্বর আহত হয়েছে। গত মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেল ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত গ্রাম পুলিশকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। আহত গ্রাম পুলিশ আল আমিন বন্দর উপজেলার আলীনগর এলাকার আলীম মিয়ার ছেলে। এ ঘটনায় আহত গ্রাম পুলিশ আল আমিন মিয়া বাদী হয়ে ঘটনার ঐ দিন সন্ধ্যায় হামলাকারি সন্ত্রাসী জাহিদসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তথ্য সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে সরকারি টিসিবি’র মালামাল দেওয়ার সময় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আল আমিন উক্ত স্থানে ডিউটিরত ছিল। ঐ দিন বিকেল ৫টার সময় কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার বাদল মিয়ার ছেলে জাহিদ আদমপুর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে দিদার ও ১নং নয়ানগর এলাকার সেলিম মিয়ার ছেলে প্রান্ত ও বন্দর চৌধুরী বাড়ী এলাকার হোন্ডা মেকার রাসেল টিসিবি’র কার্ড ছাড়া ইউনিয়ন কার্যালয়ে প্রবেশ করে জোর পূর্বক টিসিবি’র মালামাল নেওয়ার চেষ্টা করে। ঐ সময় ডিউটিরত গ্রাম পুলিশ আল আমিন উল্লেখিত সন্ত্রাসীদের অনৈতিক কাজে বাধা প্রদান করলে উল্লেখিত ৪ সন্ত্রাসীসহ অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশ আল আমিনের উপর হামলা চালায়। ঐ সময় হামলাকারিরা গ্রাম পুলিশকে বেদম ভাবে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহত গ্রাম পুলিশকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
এ ঘটনায় আহত গ্রাম পুলিশ বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ হামলাকারিদের গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি।