বন্দর প্রতিনিধি:
বন্দর থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্দ্যােগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দোয়া ও কম্বল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে কদম রসুল দরগাহ সংলগ্ন পাঞ্জাবী (রঃ) দরবার শরীফে দোয়া শেষে এ কম্বল বিতরণ করা হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা সলিমুল্লা বাবুলের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি শহীদুল ইসলাম রিপন, প্রধান বক্তা ছিলেন মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি দুলাল মল্লিক, বিশেষ অতিথি ছিলেন মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন, জেলার সাংগঠনিক সম্পাদক নূরে আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতা ফিরোজ, রফিক, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, রিদয় জামাল শান্ত, জাহিদুল ইসলাম জসিম, রিফাত, সিফাত, ইরফান, জামান, আসাদুজ্জান নূর প্রমুখ।