বন্দরে ছিনতাইকারি সন্দেহে ২টি ধারালো ক্ষুরসহ জিসান (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। গত বুধবার (১ ফেব্রুয়ারী) গভীর রাতে বন্দর থানার নবীগঞ্জ রেললাইন এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত যুবক জিসান বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে জিসান ছিনতাইয়ের প্রস্তুতি সময় স্থানীয় জনতা ২টি ধারালো ক্ষুরসহ তাকে হাতেনাতে আটক করে ওই রাতেই পুলিশে সোর্পদ করে। গ্রেপ্তারকৃত জিসানকে বন্দর থানার মিনারবাড়ী এলাকায় পল্লী বিদুৎত এর ট্রেন্সফর্মা চুরি ৩২(১)২৩ নং মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।