বন্দরে গ্যাসের অভাবে তিন দিন ধরে বন্ধ রয়েছে ছোট বড় প্রায় অর্ধশত রপ্তানীমূখী শিল্প-কারখানার উৎপাদন। উৎপাদন প্রায় শূন্যের কোটায় নেমে আসায় বৈদেশিক ক্রয়াদেশ বাতিলের আশংকায় দুশ্চিন্তায় রয়েছেন কারখানার মালিকসহ সংশ্লিষ্টরা । গত ১৭ জুন শুক্রবারে সিদ্বিরগঞ্জে আদমজী এলাকায় অগ্নিকান্ডের ঘটনার পর থেকে পূর্বঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে আছে।
তথ্য সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ বন্দরে ছোট বড় শতাধিক গ্যাস নির্ভর শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে টোটাল ফ্যাশন, জামালউদ্দিন টেক্সটাইল মিল, জাহিন নিটওয়্যার, ইপিলিয়ন গ্রুপের গার্মেন্টসহ মদনপুর থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত রয়েছে শতভাগ রপ্তানীমুখী প্রায় ৫০টির বেশী শিল্প কারখানা। গত শুক্রবার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে গ্যাস না থাকায় কয়েক সপ্তাহ ধরে এ সব শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে শিল্প প্রতিষ্ঠানগুলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার থেকে কামতাল এলাকার টোটাল ফ্যাশন, মদনপুরের জাহিন নীট ওয়্যাারসসহ কয়েকটি কারখানায় গ্যাস নেই। ফলে তিনদিন ধরে ঐসব শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ রয়েছে। ভুক্তভোগী মালিকরা জানান, গ্যাস হচ্ছে তাদের কারখানার প্রধান জ্বালানী শক্তি। গ্যাস না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। কারখানা বন্ধ হলে বেকারত্ব বেড়ে যাবে। তাই গ্যাস সমস্যার দ্রুত সমাধান করতে হবে। না হলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।
পূর্বাঞ্চল শিল্প মালিক সমিতির সভাপতি ও জাহিন নীটওয়্যারের মালিক এম জামালউদ্দিন জানান, গত শুক্রবারে আদমজী ইপিজেটে অগ্নিকান্ডের ঘটনায় পূর্বঞ্চলে গ্যাস সংকট প্রকট আকার ধারন করেছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে সময়মতো পোশাক রপ্তানী করা সম্ভব হবেনা। এতে বিদেশী ক্রেতা হারাবে ফ্যাক্টরীগুলো। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জন ব্যাহত হবে। আমার ৭ লাখ ডলার সিফম্যান বাতিল হয়েছে। বর্তমানে কারখানাগুলোতে গ্যাসের জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে। উৎপাদন ১০ ভাগে নেমে এসেছে। এ অবস্থা চলতে থাকলে শ্রমিকদের বেতন ভাতা দেওয়া দুঃসাধ্য হয়ে পড়বে। এ নিয়ে মালিক শ্রমিক সবাই শংকিত।
এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর ডিএমডি প্রকৌশলী ইমামউদ্দিন শেখ জানান, সারা দেশেই গ্যাস সংকট বিরাজ করছে। আদমজী এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় গ্যাস সরবরাহ করতে বিগ্ন সৃষ্টি হচ্ছে। আশা করি ২/৩ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।