নিজস্ব প্রতিবেদক: বন্দরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত ২০ জন রোগীর মাঝে ১০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৫ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ অনুদানের চেক বিতরণ করেন। চেক বিতরণ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ বলেন, মানুষ মানুষের জন্য। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা প্রমান করেছেন। অসহায় মানুষের পাশে তিনি সব সময় আছে এবং থাকবে। অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে সরকারি অনুদান প্রদান করছে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি সব সময় যেন আপনাদের পাশে থাকতে পারে। চেক প্রদান কালে ওই সময় তার সাথে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরত-এ-খোদা ও সমাজ সেবা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ রশীদ ক্যান্সার আক্রান্ত রোগী আলী হোসেন, নিয়তীরানী মন্ডল, আ: বারেক, আসালম মিয়া, রাজা মিয়া, হাসনারা, লাবলী, শাহীন মিয়া, শাহনাজ বেগম, মনি বেগম, আ: কাশেম, মেহেজাবিন, রমজান আলী, সুমাইয়া আক্তারসহ প্রত্যোকের মাঝে ৫০ হাজার টাকা চেক বিতরণ করে।